শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
২৩৩

বাঘারপাড়ায় করোনা প্রতিরোধে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

যশোরের বাঘারপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। 

শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বক্তব্যে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সচেতনতার মাধ্যমেই এ ব্যাধি মোকাবেলা করা সম্ভব। বিশেষ করে বিদেশ ফেরতদের অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এছাড়াও ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনার দোহাই দিয়ে যদি কোন অসাধু ব্যবসায়ী দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে, তাহলে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, সহকারি কমিশনার (ভূমি) এএফএম আবু সুফিয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাসসহ আরো অনেকেই। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর