শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ একীভূত হচ্ছে যশোরের ১৬টি সরকারি বিদ্যালয় অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়ন করতে হবে ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর এক সফটওয়্যারের আওতায় সব সরকারি চাকরিজীবী
১৫৯

বাঘারপাড়ায় চলছে দু`দিন ব্যাপী `খাদ্য নিরাপত্তা পুষ্টি মেলা`

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

যশোরে শুরু হয়েছে খাদ্য নিরাপত্তা পুষ্টি মেলা। 

বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেসরকারি সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক ও জাগরণী চক্র ‘সফল’ প্রকল্প মেলার আয়োজন করে। 

১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে শুরু হওয়া দুই দিনব্যাপী এই মেলার নিরাপদ সবজি উৎপাদনের আধুনিক প্রযুক্তি ও সবজি বাজার ব্যবস্থার কৌশল সম্পর্কে ধারণা নিচ্ছেন কৃষকরা।

আয়োজকেরা বলছেন, গ্রামের তরুণ-তরুণীদের কৃষি উদ্দ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এমন আয়োজন। মেলায় ২২ টি স্টল রয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া মেলা শেষ হবে শুক্রবার।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সুফিয়ান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শাহা আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিমুজ্জামান, জাগরণী চক্র ফাউন্ডেশনের সফল প্রকল্প যশোরের প্রজেক্ট ডাইরেক্টর তহিদুল ইসলাম, বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ প্রমুখ।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর