বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৪ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
ঈদের সময় রেমিট্যান্স এসেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু: ওবায়দুল কাদের দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.১ শতাংশ: এডিবির পূর্বাভাস চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি দুটি যুদ্ধ জাহাজের পাহারায় আমিরাতের পথে এমভি আব্দুল্লাহ চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির আরও ১৩ সদস্য
১৭৮

বাঘারপাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯  

যশোরের বাঘারপাড়া উপজেলার ভিটাবল্যা গ্রামে স্বামীর চড়-থাপ্পড়ে স্ত্রী জামিলা খাতুনের (৪৫) মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার ভিটাবল্যা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জামিলা খাতুন (৪৫) ওই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। 

এ ঘটনায় স্বামী আব্দুস সাত্তারকে আটক করেছে পুলিশ।

জানা যায়, আব্দুস সাত্তারের ২ জন স্ত্রী রয়েছে। দ্বিতীয় স্ত্রী জামিলা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ। বৃহস্পতিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে আব্দুস সাত্তারের সঙ্গে জামিলা খাতুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুস সাত্তার জামিলা খাতুনের গালে চড়-থাপ্পড় মারেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে পুলিশ এসে জামিলা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জামিলা খাতুনের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেছেন।

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, স্বামী আব্দুস সাত্তারের চড়-থাপ্পড়ে স্ত্রী জামিলা খাতুন মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আব্দুস সাত্তারকে গ্রেফতার করা হয়েছে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর