বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
২৫৪৪

বিল নিয়ে চিন্তা করবেন না, জীবন বাঁচান: মাশরাফী

প্রকাশিত: ৯ আগস্ট ২০১৯  

নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, বিল নিয়ে চিন্তা করবেন না। আগে জীবন বাঁচান। হাসপাতালের বিকল যন্ত্রপাতিগুলো সচল করুন।

বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন শেষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মাশরাফী বিন মোর্ত্তজা আরো বলেন, ডেঙ্গু ছড়িয়ে পড়লেও দুশ্চিন্তার কিছু নেই। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ডিসি আনজুমান আরা, এসপি মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. আসাদুজ্জামান মুন্সি, হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. আবদুস শাকুর, আরএমও ডা. মশিউর রহমান বাবু উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস প্রমুখ।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর