শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
২০০

ভেড়ামারায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২০  

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকের একটি মামলায় রেন্টু ওরফে রিন্টু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় এ রায় ঘোষণা করেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান।

দণ্ডপ্রাপ্ত রিন্টু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারার উত্তর ভবানীপুর হাওয়াখালী মাঠের চৌরাস্তা মোড়ে পুলিশি অভিযানে এক কার্টুন ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ভেড়ামারা থানার পুলিশ উপ-পরিদর্শক জাফর আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ২০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, ভেড়ামারা থানার এক মাদক মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি রিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর