শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ একীভূত হচ্ছে যশোরের ১৬টি সরকারি বিদ্যালয় অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়ন করতে হবে ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর এক সফটওয়্যারের আওতায় সব সরকারি চাকরিজীবী
৩৯০

মাতৃত্বকালীন কার্ড করে দেওয়ার কথা বলে শিশু অপহরণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১  

যশোরের শার্শা উপজেলায় মাতৃত্বকালীন কার্ড করে দেওয়ার কথা বলে ২৪ দিন বয়সের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে।

শিশুর বাবা আশরাফুল ইসলাম এই অভিযোগ করেছেন।  তিনি উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা। 

আশরাফুল বলেন, “অপরিচিত এক নারী ১৫ দিন আগে আমাদের বাসায় এসে মাতৃত্বকালীন কার্ড করে দেওয়ার কথা বলে।  সকালে বাসায় এসে আমার স্ত্রী ও আমার বাবাকে বাগআঁচড়া বাজারে নিয়ে যায়।

“সেখানে নাশতা করার জন্য রেস্তোরাঁয় যায় সবাই।  আমার স্ত্রী ও আমার বাবা নাশতা করার সময় ওই নারী আমার ছেলেকে কোলে নিয়ে রেস্তোরাঁর বাইরে যায়।  পরে তাকে আর পাওয়া যায়নি।”

পুলিশ শিশুটিকে খুঁজতে শুরু করেছে বলে জানিয়েছেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস।

তিনি বলেন, পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।  ওই নারীকে চিহ্নিত করার পাশাপাশি শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর