শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
১৯৮

‘মৃত্যুই সবার নিয়তি’ ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশিত: ৫ জুন ২০২০  

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেও ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। যেখানে আবারো সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড পূর্বের রেকর্ডকে ছাড়িয়ে গেল দেশটি।

এরই মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এতে করে ব্রাজিলের সামনে এখন শুধু যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মাঝেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, মৃত্যুই সবার নিয়তি। অন্যদিকে, দেশব্যাপী সমালোচনার জন্য গণমাধ্যমকে দায়ী করেছেন তিনি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৮৭০ জন। মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৯ জনের। আর সুস্থ হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৯৯৭ জন।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৩ হাজার ৪৫৩ জন। মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ২২৪ জন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর