শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
২৮৭

যশোরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ পূর্ণ হলো

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মে ২০২০  

যশোরে কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ১শ’ পূর্ণ হয়েছে। বুধবার (২৭ মে) ৬৯ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৩ জনের করোনা পজেটিভ শনাক্তের মধ্য দিয়েই আক্রান্তের সংখ্যা সেঞ্চুরিতে দাঁড়ালো। 

বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, করোনায় আক্রান্তের পর এদিন ২ চিকিৎসক ও ১ জন নার্সসহ আরো ১১ জন সুস্থ হয়েছেন। অর্থাৎ বুধবার পর্যন্ত যশোরে মোট ৬৩ জন করোনা জয় করলেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলায় করোনা আক্রান্ত ১০০ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ৩৬ জন, শার্শা উপজেলায় ৮ জন, ঝিকরগাছা উপজেলায় ৭ জন, চৌগাছা উপজেলায় ১৫ জন, কেশবপুর উপজেলায় ১৩ জন, মণিরামপুর উপজেলায় ১১ জন, বাঘারপাড়া উপজেলায় ৩ জন ও অভয়নগর উপজেলায় ৭ জন। 

ডা. শেখ আবু শাহীন জানান, বুধবার সুস্থ হওয়া ১১জনের মধ্যে যশোর সদর উপজেলায় ৩ জন, শার্শা উপজেলায় ২জন, চৌগাছা উপজেলায় ৪ জন, মণিরামপুর উপজেলায় ১ জন ও ঝিকরগাছা উপজেলায় ১ জন রয়েছেন।

সিভিল সার্জন আরো জানান, বুধবার করোনায় আক্রান্ত সন্দেহে যশোরে আরো ৮১ জনের নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাবে পাঠানো হয়েছে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর