শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ একীভূত হচ্ছে যশোরের ১৬টি সরকারি বিদ্যালয় অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়ন করতে হবে ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর এক সফটওয়্যারের আওতায় সব সরকারি চাকরিজীবী
২০০

যশোরে নেমেই মোস্তফা ফরিদের বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১  

যশোর সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর যশোরে নেমেই নেতাকর্মীদের নিয়ে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে যশোর বিমানবন্দরে পৌছালে নেতাকর্মীদের উপচে পড়া ভীড় হয়। সেখান থেকে বিশাল বহর সহকারে তিনি শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 

এ সময় নির্বাচিত হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে জেলার অবহেলিত, ত্যাগী নেতাকর্মীদের তিনি মূল্যায়ন করার অঙ্গীকার করেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এছাড়া ডিজিটাল যশোরকে আরো পরিস্ফুটিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।  

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, ত্রাণ ও সমাজক্যাণ সম্পাদক সুখেন মজুমদার, সদস্য সাইফুল ইসলাম তুহিন, কামাল হোসেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু মুসা মধু, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, যুগ্ম-আহবায়ক সোলাইমান খান রাফেল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজেদুল হক রিপন, যশোর পৌরসভার কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, সাহিদুর রহমান রিপন, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহিদুর রহমান শহীদ, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেন, হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ্বাস, চাঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ারুল করীম আনু, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদর শাখা সভাপতি সাহের খান রবি প্রমুখ।

মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে এ সময় জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, যুবমহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, পৌর কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, চাঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ারুল করীম আনু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েস আহমেদ রিমু, যুগ্ম-সাধারণ সম্পাদক শিমুল সরদার শুভেচ্ছা জানান।

পরে তিনি কারবালা কবরস্থানে তার মা-বাবার কবর জিয়ারত করেন। তারপর খড়কি কবরস্থানে প্রয়াত উপজেলা চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরার কবর জিয়ারত করেন নৌকার এই মাঝি।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর