শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ একীভূত হচ্ছে যশোরের ১৬টি সরকারি বিদ্যালয় অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়ন করতে হবে ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর এক সফটওয়্যারের আওতায় সব সরকারি চাকরিজীবী
১৮৫

যশোরে বাল্যবিয়ে প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

যশোরে বাল্যবিয়ে প্রতিরোধে আহছানিয়া ঢাকা মিশনের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা এফপিএবি মিলনায়তনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাল্যবিয়ে ও বাংলাদেশ প্রেক্ষাপট, বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭, বাল্যবিয়ের শিকার শিশুদের সুরক্ষা ও প্রতিরোধে করণীয় এবং এ সংক্রান্ত মহামান্য হাইকোর্ট বিভাগের রুল বিষয়ক আলোচনা হয়।

আলোচনা করেন জেলা এফপিএবি কর্মকর্তা আবিদুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের প্রোগ্রাম অফিসার সালমা খাতুন, ঢাকা আহছানিয়া মিশনের প্রোগ্রাম অফিসার স্বপন কুমার বিশ্বাস, প্রোগ্রাম এ্যাসিসটেন্ট জাহাঙ্গীর হোসেন, ইন্টিগ্রেশন ও লাইভলিহুড অফিসার আব্দুল আলীম প্রমুখ।

আলোচকবৃন্দ বলেন, বাল্যবিয়ে একটি শিশুর মানবিক মর্যাদা, মানসিক বিকাশ ও সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া একটি দেশের কাঙ্ক্ষিত আর্থসামাজিক উন্নয়নের পথে অন্যতম অন্তরায় বাল্যবিয়ে। এ থেকে উত্তোরণে পারিবারিক সচেতনতার পাশাপাশি বাল্যবিয়ে নিরোধ আইন সঠিকভাবে বাস্তবায়ন জরুরী।

এসময় সভায় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর