বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৩ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
২৩৯

শার্শা সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ আটক ২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০  

যশোরের শার্শা সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে ১৭২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

রোববার (৬ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিসহ এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি টিভিএস মোটসাইকেল জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন- শার্শা উপজেলার সামটা (পূর্ব পাড়া) গ্রামের মৃত: জেহের আলী পশারীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), সাতক্ষীরার কলারোয়া উপজেলার মৃত: খায়রব আলীর ছেলে বাসারাত হোসেন বাচ্চু (৪৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনব্যাপী মাদকবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় উপজেলার সামটা গ্রামের যশোর টু সাতক্ষীরা রোড এলাকা থেকে রফিকুল ইসলামকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়। 

অপরদিকে, শার্শার বাগুড়ী গ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি টিভিএস মোটরসাইকেলসহ বাচ্চুকে আটক করা হয়।

এছাড়া উপজেলার রাড়ীপুকুর স্কুলপাড়া গ্রামের মাদক কারবারি সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় ফেনসিডিলি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামিদের নামে মাদক আইনে মামলা দিয়ে রোববার দুপুরেই যশোর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক হিসেবে সাদ্দাম হোসেনের নামে মামলা দেয়া হয়েছে। 
 

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর