শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

  যশোরের আলো
২৮৮

সবুজ ঝিনাইদহ গড়তে গাছ লাগাচ্ছে `আমার বাংলাদেশ ফাউন্ডেশন`

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

রাস্তার দুপাশের খালি জায়গা জুড়ে গাছ থাকলে পরিবেশ যেন ভালো হবে, তেমন পথিকের পথ চলতেও সুবিধা হবে। এমন ভাবনা আমাদের মাথায় মাঝে মাঝে আসলেও কাজে লাগতে পারি না। কিন্তু সে উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের ‘আমার বাংলাদেশ ফাউন্ডেশন’।

‘আজকের স্বপ্ন, আগামীকালের চারা গাছ’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহের বংকিরা গ্রামে সেচ্ছাশ্রমের ভিত্তিতে বৃক্ষরোপন কর্মসুচি পালিত হচ্ছে। এ কর্মসুচির উদ্বোধন করেন ‘আমার বাংলাদেশ ফাউন্ডেশন’ ইউনিট প্রধান সিনিয়র সাংবাদিক আসিফ কাজল।

উদ্যোগ নেয়ার পর গ্রামের পরিত্যক্ত ভাগাড়, গোরস্থান ও রাস্তার দু’পাশে ফলজ ও বনজ প্রজাতির বৃক্ষ রোপন চলেছ। 
আমার বাংলাদেশ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত টি-শার্ট পরে স্বেচ্ছায় বৃক্ষরোপন কর্মসুচিতে অংশগ্রহণ করেন, নাইমুল হক, আজমুল হুদা বিশ্বাস, অনিক সাফওয়ান, হারুন বিশ্বাস, হাসান মাহমুদ ও আবির হাসানসহ ইউনিটের সদস্যবৃন্দ।

বৃক্ষরোপন শেষে আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ইউনিট প্রধান সিনিয়র সাংবাদিক আসিফ কাজল জানান, একটি গাছ প্রকৃতির সাথে আমাদের সবচেয়ে নিবিড় সংযোগ স্থাপন করে। মানবচেতনা প্রশংসার দ্বারা লালিত হয়, যেমন একটি চারা গাছ মাটি, পানি এবং সূর্য দ্বারা লালিত হয়। তাই রোপিত গাছগুলো আগামী প্রজন্মেকে উৎসাহিত করবে বৃক্ষরোপন কর্মসুচিতে।

এভাবেই ধীরে ধীরে সবুজে সবুজে ভরে উঠবে পুরো ঝিনাইদহ নগরী। এমনটাই কাম্য করছেন ফাউন্ডেশনের সদস্যরা।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর