বৃহস্পতিবার   ০২ মে ২০২৪   বৈশাখ ১৮ ১৪৩১   ২৩ শাওয়াল ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
প্রবৃদ্ধির দৌড়ে চীন মালয়েশিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে ১২১ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি ট্রেড ইউনিয়ন গঠনে শ্রম আইন সংশোধন করা হচ্ছে : আইনমন্ত্রী রেডিয়েশন প্রয়োগে ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ চিকিৎসকরা অফিস টাইমে হাসপাতালের বাইরে গেলে ব্যবস্থা শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
৮৭৬

আজহারউদ্দিনের দৃষ্টিতে বিশ্বকাপে ভারতীয় একাদশ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

নিউজিল্যান্ড সফরে আছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলছে শ্রীলংকা। অস্ট্রেলিয়ায় চলছে বিগ ব্যাশ। এদিকে পাকিস্তান সুপারলিগেও মেতেছে ক্রিকেটপ্রেমীরা।

তবে এতোসব খেলার মাঝেও ক্রীড়ামোদিদের ভাবনায় রয়েছে বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়ে ভাবছেন এ আয়োজনে অংশগ্রহণকারী দেশগুলো।

ইতিমধ্যে এ উপলক্ষে সব দল নিজেদের চূড়ান্ত স্কোয়াড নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটাররা জানাচ্ছেন, কেমন হওয়া চাই বিশ্বকাপে দলের স্কোয়াড।

বিশ্বকাপে বিরাট কোহলির অধীনে কে কে থাকবেন এমন একটি ভারতীয় দল সাজিয়েছেন সাবেক ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

আসুন দেখে নিই আজহারউদ্দিনের মতে বিশ্বকাপে ভারতীয় একাদশ-

বিশ্বকাপে নিজের দলের আদর্শ একাদশ কেমন হবে, এ নিয়ে ক্রিকেট বোর্ডগুলোর চিন্তার শেষ নেই।

ভারতের মূল একাদশ থেকে নিজের একাদশে তেমন একটা পরিবর্তন দেখা যায়নি আজহারের একাদশে।

ওপেনার হিসেবে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে রেখেছেন তিনি।

যথারীতি ওয়ানডাউনে নামবেন দলের অধিনায়ক বিরাট কোহলি।

তবে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে যাকে পছন্দ আজহারউদ্দিনের তিনি হলেন - ঋষভ পন্ত।

এ ক্ষেত্রে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আজহারউদ্দিন।

অধিনায়ক কোহলিকে বিশ্বকাপে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে দেখা যেতে পারে বলে জানিয়েছিলেন রবি।

তিন এ ঋষভ পন্তকে খেলাতে পছ্ন্দ তার। রবি শাস্ত্রীর এমন ইচ্ছাতে ভেটো দিয়েছিলেন ভারতীয় দলের আরেক সাবেক সৌরভ গাঙ্গুলী।

এবার আজহারও সৌরভ গাঙ্গুলীর মতো দ্বিমত পোষণ করলেন। কোহলিকে তিন নম্বরেই পছন্দ আজহারের।

চার নম্বর জায়গায় কে খেলবেন সম্প্রতি এ নিয়ে অংক কষতে দেখা গেছে। চালানো হয়েছে কয়েকটি পরীক্ষা।

কয়েক মাস ধরে চার নম্বরে কোনো ব্যাটসম্যানের কাছ থেকে প্রত্যাশামাফিক পারফরম্যান্স পায়নি ভারত।

সেকারণেই রবী শাস্ত্রী চার নম্বরে ঘুরেফিরে খেলিয়েছেন ঋষভ পন্ত, আম্বাতি রাইড়ু, বিজয় শংকর, দিনেশ কার্তিককে।

তবে এদের মধ্যে ঋষভ পন্তকেই বেছে নিয়েছেন আজহারউদ্দিন।

অনেকটা বাজির তাস হিসেবে ঋষভকে দেখতে চান আজহার।

এবার আসি পাঁচ নম্বরের বেলায়। আজহারের পছন্দ হেলিকপ্টার শট খেলুড়ে দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ধোনিকে বরাবরই পছন্দ আজহারের। উইকেটরক্ষকের জায়গায় নিদাহাস ট্রফি জয়ের নায়ক কার্তিকের বদলে ধোনিকে চেয়েছিলেন আজহার।

ধোনির পরে আজহারের একাদশে ছয় নম্বরে খেলবেন স্পিন অলরাউন্ডার কেদার যাদব, সাত নম্বরে পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

এখানে বিজয় শংকর বা ক্রুনাল পান্ডিয়াকে রাখেননি তিনি।

বোলিং বিভাগে আজহার তিনজন পেসার রাখতে চান দলে।

ইংলিশ কন্ডিশনে স্পিন কম কার্যকর বলেই এমন মত দিয়েছেন তিনি। সে কারণে দলে একজন স্পিনার কম নিয়ে দলে একজন অতিরিক্ত পেসার খেলানোর পরামর্শ দিচ্ছেন তিনি।

পেসারদের মধ্যে আজহারের পছন্দ - ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাকে।

উমেশ যাদব বা খলিল আহমেদকে রাখেননি স্কোয়াডে।

ওয়েলসে তাহলে ঘূর্ণিবলের কর্ণধার হচ্ছেন কারা? নিশ্চিতভাবে কাউকেই মনোনয়ন দেননি আজহার।

তবে বাঁহাতি চায়নাম্যান কুলদীপ যাদব ও ডানহাতি লেগ স্পিনার যুঝবেন্দ্র চাহালের মধ্যে যেকোনো একজনকে পছন্দ আজহারের।

কিন্তু রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরদের কাউকে রাখেননি তিনি একাদশে।

সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়কের সাজানো ভারতীয় একাদশ বিষয়ে বিসিসিআই ভাববেন বলে জানা গেছে।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর