সোমবার   ১৩ মে ২০২৪   বৈশাখ ৩০ ১৪৩১   ০৫ জ্বিলকদ ১৪৪৫

  যশোরের আলো
সর্বশেষ:
শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে গড়ে উঠবে এসএসসিতে পাসের হার ৮৩ দশমিক ০৪ বিদেশিদের এনআইডি করতে লাগবে না দ্বৈত নাগরিকত্ব সনদ বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে সার্বিয়া ডেঙ্গু ঠেকাতে এবার মাস্টারপ্ল্যান: স্বাস্থ্য মন্ত্রণালয়ের জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণ করতে হবে যশোর বোর্ডে প্রথম সাতক্ষীরা, তলানিতে মেহেরপুর
১৬১০

উন্নয়ন কাজের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ পেলো যশোর জেলা পরিষদ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

উন্নয়ন কাজে ব্যয়ের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ পেয়েছে যশোর জেলা পরিষদ। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানটি এবারই প্রথম এই বরাদ্দ পেল। জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ তথ্য জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। রোববার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। 

এ সময় আসাদুজ্জামান আরো জানান, বিভিন্ন মহাসড়েক জেলা পরিষদের মালিকানাধীন ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের জন্য চলতি সপ্তাহে দরপত্র (টেন্ডার) আহবান করা হবে। নড়াইল সড়কে যেসব গাছের কারণে রাস্তার নির্মাণ কাজে অসুবিধা হচ্ছে সেগুলো অপসারণে বিভাগীয় কমিশনার অনুমোদন দিয়েছেন। 

জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. হারুর অর রশীদ বলেন, হাসপাতালে স্যালাইন সংকট দূর হয়েছে। গত বছর এ সময় ডেঙ্গু রোগ ছিল না। হাসপাতালে ৫১টি রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত ১২ জন মারা গেছে। 

যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, জেলাখানায় মশার উপদ্রব বেড়েছে। এতে বন্দিদের সেখানে থাকতে খুব সমস্যা হচ্ছে।

যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ বলেছেন, মশা নিধন কার্যক্রম শুরু করা হবে। আগামী ১ মাসের মধ্যে লালদিঘি সংস্কারে টেন্ডার আহবান করাসহ সেখানকার অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ভৈরবসহ বিভিন্ন নদীতে স্থাপিত ছোট ব্রিজগুলো পর্যায়ক্রমে অপসারণ করে নিয়মানুযায়ী নতুন ব্রিজ নির্মাণ করা হবে। এ ছাড়া মুক্তিযুক্তের বিভিন্ন স্মৃতি ও স্থাপনা সংস্কার করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কেএম মমিনুল ইসলাম বলেন, ভৈরব নদের শহর অংশের সৌন্দর্য বর্ধনের কাজ খুব দ্রুতই শেষ হবে। হাকর নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ভৈরবে দূষণ সৃষ্টিকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, যশোর-বসুন্দিয়া সড়কের কাজ প্রায় শেষ হয়েছে। অভয়নগর নওয়াপাড়ার ২ হাজার ৭শ’ মিটার রাস্তার কাজের মধ্যে ১ হাজার ৩শ’ মিটারের কাজ শেষ হয়েছে। যশোর শহরের মুড়লী দিকে রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন শুধু মণিহার এলাকার অংশের কাজ বাকি আছে। 

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ বলেন, প্রচার ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চলমান। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, সকল জমি চাষাবাদের উপযোগী করতে বিভিন্ন খালের জলাবদ্ধতা দূর করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ প্রমুখ। সভা পরিচালরনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর