রোববার   ১৯ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১   ১১ জ্বিলকদ ১৪৪৫

  যশোরের আলো
৩০

মাদক মামলায় এক ব্যক্তির সাত বছরের সশ্রম কারাদণ্ড

নিউজ ডেস্ক:

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪  

যশোরে মাদক মামলায় এক ব্যক্তির পৃথক দু’টি ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি ভুট্টো মিয়া চৌগাছা উপজেলার মনমথপুর গ্রামের মৃত তুরফান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি শ্যামল কুমার মজুমদার।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ নভেম্বর মধ্যরাতে চৌগাছা থানা পুলিশ খবর পায় ভুট্টো নিজ এলাকায় ফেনসিডিল ও ইয়াবা নিয়ে অবস্থান করছেন। যা তিনি প্রকাশ্যেই বিক্রি করছেন। এমন খবরে থানা পুলিশের একটি টিম ভোর পাঁচটায় মনমথপুর গ্রামে অভিযান চালিয়ে ভুট্টোকে আটক করে। পরে তার লুঙিতে গোছা অবস্থায় ১০০ পিস ইয়াবা ও হাতে একটি পলেথিনে থাকা চার বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় এসআই কওসার আলম মাদক আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই জামাল হোসেন ২০১৯ সালের ১৯ জানুয়ারি ভুট্টোকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার রায় ঘোষণার দিনে আসামির উপস্থিতিতে বিচারক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৩(ক) ধারার অপরাধে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) নম্বর টেবিলের ৯(খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আদালত আসামির উপস্থিতিতে এ সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  যশোরের আলো
  যশোরের আলো
এই বিভাগের আরো খবর